

রেখা রায়, উত্তর দিনাজপুর,১৫মার্চ; উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আলু চাষীরা তাদের নিজ নিজ আলুর হিমঘর রাখার জন্য দীর্ঘক্ষন জাতীয় সড়কের ওপর গাড়ি আলু বোঝাই দাঁড় করিয়ে রাখছেন।এর জেরে ইসলামপুর শ্রীকৃষ্ণপুর এলাকার যে চারটি হিমঘর রয়েছে সেই চারটি হিমঘরের পাশ দিয়ে যাওয়া 31 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে ট্রাক ড্রাইভাররা তাদের আলু নিয়ে এসেছেন। এবং তারা দাঁড়িয়ে রয়েছেন জাতীয় সড়কের ওপর ড্রাইভার জানান তারা কাল রাত থেকে দাঁড়িয়ে আছেন এখনও অবধি হিমঘরের সামনে পর্যন্ত যেতে পারেননি। রাতে খোলা আকাশের নিচে ঐ ট্রাকের মধ্যে দিন কাটাতে হচ্ছে ।এই যানজটের ফলে মাঝে মাঝে পুলিশ এসে তাদের যানজট সরানোর কাজ চলছে। কিন্তু প্রায় সেই ওই এলাকায় যানজট এর আকার ধারণ করছে। এতে যথেষ্টই দূরপাল্লার গাড়ি যেতে-আসতে অসুবিধা হচ্ছে বলে জানাচ্ছেন এলাকাবাসীরা
