

রেখা রায়,উত্তর দিনাজপুর,১৬ জানুয়ারী; উত্তরবঙ্গের ৫৪ টি বিধানসভার আসোনের মধ্যে ৫৪টি আসনেই ভারতীয় জনতা পার্টি জয়ী হবে কালিয়াগঞ্জের ভারতীয় জনতা পার্টির ডাকে যোগদান কর্মীসভায় এসে এমনি দাবি করলেন ভারতীয় জনতা পার্টির এস টি সেলের রাজ্য সম্পাদক তথা উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু।শুক্রবার বিকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বরুনা গ্রাম পঞ্চায়েতের অধিন বরুনাতে ভারতীয় জনতা পার্টির ডাকে একটি রাজনৈতিক সভা ও এবং যোগদান মেলা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির এস টি সেলের রাজ্য সম্পাদক তথা উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু,উত্তর দিনাজপুর জেলার ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহেড়ী, মহিলা নেত্রী দোলা মোদক, কালিয়াগঞ্জ বিজেপির কনভেনার রানা প্রতাপ ঘোষ,কালিয়াগঞ্জ ব্লক এস টি সেলের সভাপতি কার্তিক পাহান,২৬ নং মন্ডল সভাপতি তারিনীকান্ত রায় সহ অন্যান্যরা। এদিন যোগদান মেলায় কয়েকশো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ভারীয় জনতা পার্টিতে যোগদান করেন।তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন খগেন মূর্মূ সহ অন্যান্য নেতৃত্ব। এদিন যোগদান মেলায় উল্লেখ যোগ্য হলো একই পরিবারের ভাই কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই বৈশ্য আর দাদা বৈকুণ্ঠ বৈশ্য ছিলেন প্রাক্তন সিপিএমের ডাকাবুকা নেতা । কিন্তু আজ সেই বৈশ্য পরিবারের ঘরে ফুটে গেল পদ্ম ফুল।বৈকুন্ঠ বৈশ্য বিজেপি যোগদান করেণ।এই যোগদানের ফলে বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা আসন জয়ের পথ অনেকটা এগিয়ে আসলো বলে জানান খগেন মূর্মূ।
