

রেখা রায়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ২৬ সেপ্টেম্বর;রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে অনুযায়ী উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের জেলা ও ব্লক কমিটি ঘোষনা করলেন জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে দলীয় জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জেলা কমিটির নাম ঘোষনা করেন তিনি। মমতা বন্দোপাধ্যায়ের অনুমোদনে উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি হয়েছেন কানাইয়ালাল আগরওয়াল, জেলা চেয়ারম্যান হয়েছেন অমল আচার্য, জেলার ইসলামপুর মহকুমার কো-অর্ডিনেটর মুসারফ হোসেন এবং রায়গঞ্জ মহকুমার কো-অর্ডিনেটর মনোদেব সিনহা। জেলা তৃনমূল কংগ্রেসের মুখপাত্র হয়েছেন সন্দীপ বিশ্বাস। মোট ৮৬ জনের জেলা কমিটি ঘোষনা করলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। বিধানসভা নির্বাচনের আগে এই কমিটি গড়ে এলাকায় সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
