

রেখা রায়, উত্তর দিনাজপুর,৫এপ্রিল; চোপড়া থানা রাঙ্গাগছ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি একটি বাড়ির উপরে উল্টে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছোরাল এলাকায়। একটি মাছ বোঝায় লরি অন্ধ্রপ্রদেশ থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। সকালে চোপড়া থানার রাঙ্গাগছ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির উপরে উল্টে যায় লরিটি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছোরায়। ঘটনার খবর পেয়ে স্হানীয়রা ছুটে আসে। এই ঘটনায় বাড়ির মালিক উজ্জ্বল সরকার তার স্ত্রী ও মেয়ে আহত হয়। বাড়ির মালিক উজ্জ্বল সরকার জানিয়েছেন সোমবার সকাল ৫ টা নাগাদ আচমকা একটি লরি তার বাড়ির উপরে উল্টে যায়। তখন তারা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। কোনো রকমে তারা বাড়ির বাইরে বেরিয়ে প্রাণে বেঁচে যান। তার স্ত্রী ও মেয়ের সামান্য আঘাত লাগে। এবং বাড়িতে থাকা সমস্ত জিনিস পত্র চুরমার হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।
বাইট: উজ্জ্বল সরকার বাড়ি মালিক
