

রেখা রায়,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর,৪অক্টোবর;করোনা আক্রান্ত হলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার কার্যনির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাস।রবিবার তার কোরনা আক্রান্তের রিপোর্ট আসেতেই প্রশাসনি তৎপরতা শুরু হয়।কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক কার্তিক পালের নির্দেশে পুরসভায় জীবানুনাশক স্প্রে করা হয়।আর কার্যনির্বাহীক আধিকারের পাশাপাশি এসেছিলেন তাদের আতঙ্কিত না হয়ে একটু সচেতন থাকার পরামর্শ দেন।এদিন তাকে চিকিৎসা জন্য রায়গঞ্জের করোনা হাসপাতালে পাঠানো হয়।আশুতোষ বাবু তেমন ভাবো করোনা লক্ষন দেখা না গেলেও তার করোনা আক্রান্ত হয়।আশাকরি তিনি খুব তারাতারি সুস্থ হয়ে পুরসভার নিজ দায়িত্ব ভার নিবেন বলে জানিয়েছেন পৌর প্রশাসক কার্তিক পাল।
