

রেখা রায়,উত্তর দিনাজপুর,৪জানুয়ারি; কার্তিক পালের স্হানে কালিয়াগঞ্জ পুরসভার নতুন প্রশাসক হচ্ছেন শচীন সিংহরায়। সোমবার রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারী করে প্রাক্তন কাউন্সিলার শচীন সিংহরায়ের নাম জানানো হয়েছে। এর পাশাপাশি কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক মন্ডলীর নতুন সদস্য করা হয়েছে কমল ঘোষকে। শহর তৃনমূল সভাপতির দায়িত্বে থাকা কমল ঘোষ বিগত দিনে কালিয়াগঞ্জ পুরসভার উপ পুরপ্রধানের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯-২০০৯ পর্যন্ত দুবার কংগ্রেসের টিকিটে কাউন্সিলারের দায়িত্ব পালন করা কমল ঘোষ কালিয়াগঞ্জ পুর প্রশাসন পরিচালনায় যুক্ত থাকার সুবাদে এবারে তাকে প্রশাসক মন্ডলীতে নিয়ে আসা হল।
কমল ঘোষের অন্তর্ভুক্তির সঙ্গে কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক মন্ডলী থেকে বাদ দেওয়া হয়েছে সীমা দাসকে। গত ৪ ডিসেম্বর পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে সীমা দাস সহ নতুন তিন সদস্যকে যুক্ত করা হয়েছিল কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক মন্ডলীতে। এদের মধ্যে ঈশ্বর রজক ও রাজীব সাহাকে বহাল রাখা হলেও এদিন জারী নির্দেশীকায় সীমা দাসকে বাদ দিয়ে তার স্হানে কমল ঘোষকে অন্তর্ভুক্ত করেছে পুর দপ্তর। সোমবার দুপুরে কালিয়াগঞ্জ পুরসভার নতুন প্রশাসকের নাম সহ কমল ঘোষের নামের নির্দেশীকা আসতেই খুশির হাওয়া তৃণমূলের অন্দরে। বিজেপিতে নাম লেখানো কার্তিক পালের মোকাবিলায় শচীন সিংহরায়কে সামনে রেখে কমল ঘোষের হাতে ব্যাটন চলে আসায় খেলা জমবে বলে অভিমত শাসকদলের অন্দরে।
