

রেখা রায়,উত্তর দিনাজপুর,৪জানুয়ারি; আসন্ন বিধানসভা ভোট প্রস্তুতি সামনে রেখে সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মালগাঁ অঞ্চল তৃণমূল সন্মেলন অনুষ্ঠিত হল। এদিন দুপুরে সাহেবঘাটা আমবাগান ময়দানে এই সন্মেলন শুরু হয়। বুথ ভিত্তিক এই অঞ্চল সন্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ। এছাড়াও ছিলেন প্রদেশ তৃনমূল সম্পাদক অসীম ঘোষ, কালিয়াগঞ্জ ব্লক তৃনমূল সভাপতি নিতাই বৈশ্য , পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, জেলা পরিষদ সদস্যা মোমেনা আহমেদ, অঞ্চল তৃণমূল সভাপতি জ্ঞ্যানেন্দ্রনাথ রায় ও মোতি চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।
