

রেখা রায়,উত্তর দিনাজপুর,৫জানুয়ারি; নাগরিকত্ব সংশোধনী আইন দ্রুত কার্যকর করার দাবিতে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে মিছিল করলো উদ্বাস্তু সমিতি। এদিন দুপুর ২ টায় কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়া ময়দান থেকে উদ্বাস্তু সমিতির এই মিছিল শুরু হয়। মহেন্দ্রগঞ্জ বাজার দিয়ে ডাকবাংলো রোড হয়ে কালীবাড়ি, সুকান্ত মোড় দিয়ে বিবেকানন্দ মোড়ে শেষ হয় এই মিছিল। নাগরিকত্ব সংশোধনী আইন দ্রুত কার্যকর করার দাবি নিয়ে এদিন কালিয়াগঞ্জে মিছিল করা উদ্বাস্তু সমিতির নেতা সুমন পাল জানান কেন্দ্র সরকার তাদের স্বার্থে এই আইন এনেছে। কিন্তু রাজ্য সরকার সেই আইন কার্যকর করছে না। পশ্চিমবঙ্গের উদ্বাস্তু মানুষের স্বার্থে অবিলম্বে রাজ্য সরকার উদ্বাস্তু আইন কার্যকর করুক, এই দাবির কথা তুলে ধরতে এই মিছিল।
