

রেখা রায়,উত্তর দিনাজপুর,১১ জানুয়ারী; আসন্ন বিধানসভা ভোট প্রস্তুতি সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৯ নং বরুনা অঞ্চল তৃণমূল সন্মেলন অনুষ্ঠিত হল সোমবার। আদিবাসী নৃত্যের মাধ্যমে অতিথি বরণ করে এদিন দুপুর বরুনা প্রাণপ্রিয়া বিদ্যাপীঠ ময়দানে এই সন্মেলন শুরু হয়। বুথ ভিত্তিক এই অঞ্চল সন্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ, জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ, কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, সহ সভাপতি রাজু ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,হেমতাবাদ ব্লকের তৃণমূল ব্লক সভাপতি তথা হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় প্রমুখ।বরুনা অঞ্চল তৃনমূল সন্মেলনের প্রকাশ্য সভায় ব্যাপক জনসমাগম হয়েছিল।
করোনা আবহে চলতি বছর এপ্রিল-মে মাসে হবে রাজ্য বিধানসভার নির্বাচন। এই ভোটে বিজেপি ও বাম-কংগ্রেস জোটকে রুখে কালিয়াগঞ্জ আসনে তৃনমূল প্রার্থীর জয় সুনিশ্চিত করার আহ্বান জানানো হয় সন্মেলনের মঞ্চ থেকে। এদিনের সভায় উপস্থিত তৃনমূল নেতৃত্ব দলীয় কর্মীদের প্রতি বার্তা দিয়ে বলেন বাংলার শাসন ক্ষমতায় ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে হবে। এই পশ্চিমবাংলার উন্নয়নের ধারা বজায় রাখতে চাই তৃণমূল। অসীম ঘোষ এবং বিধায়ক তপন দেবসিংহ সমেত সকলেই বিজেপির তীব্র বিরোধিতা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির সমালোচনায় নিয়ে সোচ্চার হয় তৃনমূল। নতুন কৃষি আইনের বিরোধিতা থেকে রেল, বীমা, ব্যাংক, তেল কোম্পানি বেসরকারীকরণের প্রতিবাদে সোচ্চার হয়ে তৃনমূল নেতৃত্ব মোদি হটাও স্লোগান তোলে।
