

দক্ষিন দিনাজপুর ,27 মার্চ :দলনেত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি বিধানসভার তৃনমূল কংগ্রেসের নির্বাচনী ভোট প্রচর শুরু হয়ে গেছে। কুশমুন্ডি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী রেখা রায় ৮ নম্বর মালেগাঁও অঞ্চলে বুথে বুথে ভোট প্রচার করছেন ।

এদিন ভোট প্রচারে উপস্থিত ছিলেন প্রার্থী রেখা রায় সহ অন্যান্য দলীয় কর্মীরাও। প্রচারে গিয়ে পার্থী প্রতিটি বাড়িতে গিয়ে সকলের সঙ্গে কথা বলেন এবং তাকে ভোটে জয়যুক্ত করার জন্য আবেদন করেন।
তিনি আশ্বাস দেন সকলের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়ন করবেন।
,উন্নয়নের নিরিখেই মানুষ তৃনমূল কংগ্রেসকে ভোট দেবেন।
