

রেখা রায়, উত্তর দিনাজপুর ,৯মার্চ; উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দেবীনগরের দক্ষীন গোয়াল পাড়ায় ৩৪ নাম্বার জাতীয় সড়কের পাশে অবস্থিত রায়গঞ্জ কো – অপারেটিভ এগ্রো প্রোডাক্ট ট্রেডিং সোসাইটি লিমিটেড। এই সোসাইটি মাধ্যমে পাথর,বালি, সিমেন্ট বিলি বন্টন করা হয় গত ২০১০ সাল থেকে।এত দিন ভালো ভাবেই চলছিলো প্রোডাক্ট ট্রেডিং লিমিটেডটি।কিন্তু গত ফেব্রুয়ারী মাসে বিপত্তি।কোন অগ্রিম নোটিস ছাড়া বন্ধ করে দেওয়া হয় রায়গঞ্জ কো – অপারেটিভ এগ্রো প্রোডাক্ট ট্রেডিং সোসাইটি লিমিটেড।ফলে বিপাকে পড়ে সোসাইটিতে কর্মরত ৫ জন কর্মী। কি কারণে বন্ধ হয়ে যায় তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে যা স্পষ্ট ভাবে বলতে পারছেন না সোসাইটির মালিক নিত্য হরী সরকার।
