

বাবাই সূত্রধর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, ২১ফেব্রুয়ারি;ভাচুয়াল সভার মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর রেল স্টেশনের সম্প্রসারনের কাজের পাশাপাশি হল্ট স্টেশন থেকে পূর্ণাংগ স্টেশনের উদ্বোধন করলেন রেল মন্ত্রী পীযুষ গোয়েল।এদিন রেল দপ্তরের ও স্থানীয় বিধায়কের উপস্থিতিতে গঙ্গারামপুর এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কাজের শুভ উদ্বোধন করা হয়।দীর্ঘদিন পর গঙ্গারামপুর বাসীর এমন দাবি পূরণ হওয়ার সরকারের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।এদিনের অনুষ্ঠানে রেল আধিকারিক বিজয় কুমার চৌধুরী,গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
