

রেখা রায়, উত্তর দিনাজপুর,৫এপ্রিল; করণদিঘী তৃণমূল প্রার্থী গৌতম পালের সমর্থনে প্রচারের ঝড় তুল্লেন তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেত্রী নূসরত জাহান।সোমবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম পালের সমর্থনে হুড খোলা গাড়িতে চেপে রোড শো করেন নূসরত জাহান।এদিন নূসরত জাহানের রোড শো কে ঘিরে জনজোয়ারে পরিনত হয় করণদিঘীতে।এদিন সাংসদ নূসরত জাহান বলেন উন্নয়ন স্বার্থে গৌতম পালকে ভোট দিয়ে জয়যুক্ত করতে বলেন।আর মানুষের উৎসাহতা দেখে বোঝাই যাচ্ছে গৌতম দা জয় শুধু সময়ের অপেক্ষা।
বাইটঃ- ১) নূসরত জাহান ( সাংসদ তথা টলিউড অভিনেত্রী)
বাইটঃ- গৌতম পাল( তৃণমূল প্রার্থী)
বাইটঃ- ১) নূসরত জাহান ( সাংসদ তথা টলিউড অভিনেত্রী)
বাইটঃ- গৌতম পাল( তৃণমূল প্রার্থী)
