

জমি বিবাদের জেরে ভাই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ২ মহিলা সহ জখম ১০,ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উত্তর নাহারগজ এলাকায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বড় ২ ভাইয়ের সঙ্গে ছোট ২ ভাইয়ের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ বাধে সকালে। ২ মহিলা সহ দু’পক্ষের ১০ জন রক্তাক্ত জখম হয়। তাদের চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। দোলুয়া স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা যায় দুই পক্ষের চার জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার কথা জানতে পেরে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।
