

বাবাই সূত্রধর,গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর,৩০ডিসেম্বর; এক ব্যক্তির জলে ডোবা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়,বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া এলাকায় । এদিন সকালে ঠেঙ্গাপাড়া এলাকার একটি পুকুরে ধারে জলের মধ্যে ওই ব্যক্তির মৃতদেহ ভেসে থাকতে দেখেন বেশকিছু গ্রামবাসীরা। পরে গ্রামবাসীরা থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছেন মৃত ওই ব্যক্তির নাম শচীন মণ্ডল বয়স আনুমানিক ৫০ বছর। বাড়ি গঙ্গারামপুর থানার করিয়াল ডিপ টিউবল পাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ওই এলাকার একটি পুকুরের ধারে জলের মধ্যে ওই ব্যক্তির মৃতদেহ ভেসে থাকতে দেখেন। ঘটনা দেখার পর ঘটনাস্থলে গ্রামবাসীরা একত্রিত হয়ে গঙ্গারামপুর থানায় খবর দেয় পুলিশ গিয়ে জল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কিছু গ্রামবাসীদের অভিমত মদ্যপ অবস্থায় হয়তো ঐ ব্যাক্তি জলে পড়ে গিয়েছিল যার ফলে পরবর্তী সময়ে তার মৃত্যু হয়েছে বলে তাদের অনুমান।
