

নিজস্ব সংবাদদাতা বালুরঘাট ২৩ সেপ্টেম্বর; সরকারি কাজ খতিয়ে দেখতে মাঠে নামলো জেলা প্রশাসন। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সহ জেলাজুড়ে মিশন নির্মাল বাংলার শৌচালয় তৈরি কাজ এবং বাংলা আবাস যোজনার কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নেমেছে প্রশাসন। জেলায় সরকারি এই কাজের স্বচ্ছ পরিস্থিতি সামনে আনতে বিজ্ঞপ্তি জারি করেছে জেলা পরিষদ। যার মাধ্যমে জেলাশাসক সহ মোট ৬৪ জন পদস্ত আধিকারিকদের নেট পরিদর্শন কমিটি করা হয়েছে এদিন। জেলার প্রতিটি ব্লকে কমিটির সদস্যরা ঘুরে ঘুরে মিশন নির্মল বাংলার শৌচালয় তৈরীর কাজের পরিস্থিতি খতিয়ে দেখবেন তারা এবং একই সাথে বাংলা আবাস যোজনায় উপভোক্তারা কতটা সুবিধা পেয়েছে তার বিবরণ তুলে ধরা হবে। বুধবার বালুরঘাট ব্লকের বোয়ালদাড় পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় এসব প্রকল্পের কাজ খতিয়ে দেখেন জেলা শাসক নিখিল নির্মল সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। উপভক্তাদের সাথে সরাসরি কথা বলে রিপোর্ট তৈরি করা হয়।
জেলাশাসক নিখিল নির্মল জানিয়েছেন, সাধারণ উপভোক্তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হন সেইদিকে ব্যক্তি সপ্তাহব্যাপী জেলাজুড়ে এই সব কাজ পরিদর্শন করা হবে।
