

রেখা রায়,উত্তর দিনাজপুর,৪জানুয়ারি; ট্রাক্টরের ধাক্কায় মৃত এক ব্যক্তির।এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার গতি গ্রাম পঞ্চায়েতের সিন্ধু এলাকায়।মৃত ব্যক্তির নাম মহম্মদ হাফিজ ২৫ বাড়ি ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গতি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য ফজলু রহমান। পঞ্চায়েত সমিতির সদস্য ফজলু রহমান জানান নিজের জমিতে চাষ করতে গিয়েছিলেন মহম্মদ হাফিজ। এবং জমির কাজ শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে নিজের ট্রাক্টরের ধাক্কায় মৃত হয় তার। এবং ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এক নয়নজলিতে। ঘটনার খবর জানাজানি হতে এলাকার মানুষ জমায়েত শুরু করে। খবর দেওয়া গোয়ালপোখর থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়ে পুলিশ।ট্রাক্টের চালক পলাতক। ঘটনার তদন্তে শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।
