

রেখা রায়,উত্তর দিনাজপুর,২নভেম্বর; ট্রাক ও ছোট গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত তিন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বারোদুয়ারি এলাকায়। দুর্ঘটনার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ৷
জানা গেছে, ছোট গাড়িতে করে এক পরিবার কলকাতা থেকে ডুয়ার্সে ঘুরতে যাচ্ছিল। পথে রায়গঞ্জে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।পুলিশ ঘাতক গাড়ি দুটিকে নিজেদের হেপাজতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে।পড়ে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
