

বাবাই সূত্রধর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর,৩মার্চ; তিন দিন নিখোঁজ থাকার পর গমের জমি থেকে উদ্ধার হলো এক রাজমিস্ত্রি মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ী বিএড কলেজের পিছনে।
পুলিশ সূত্রে খবর মৃত ওই রাজমিস্ত্রির নাম দুলাল লোহার (৫০),বাড়ি গঙ্গারামপুর থানার মোহনপুর এলাকায়।
এলাকাবাসীর সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে গত রবিবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন দুলাল, এরপর গ্রামবাসীরা বুধবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গমের জমিতে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন দুলাল কে।তার দেহের পাশে একটি বৃষের কৌটো উদ্ধার হয়।এমন ঘটনা গ্রামবাসীদের নজরে আসতেই থানায় খবর দেওয়া হলে গঙ্গারামপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করেন।পুলিশ মৃত দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন।
সাতসকালে এমন মৃত্যু দেখে গ্রামবাসীরা ঘটনার স্থলে ভিড় জমান, ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
