

রেখা রায়,উত্তর দিনাজপুর ঃ-বিধান সভা নির্বাচনকে পাখীর চোখ করে প্রতিটি রাজনৈতিক দল গুলি নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে মাঠে নেমে পড়েছে।দেশ জুড়ে দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ৭০ তম জন্মদিন পালন করে নানা সেবা মূলক কর্মসূচী পালন করছে ভারতীয় জনতা পার্ট।সেই মতাবেক বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগা গ্রাম পঞ্চায়েতের অধিন দক্ষিন রঘুনাথপুর এলাকায় বিজেপির কর্মীসভা আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহেড়, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উৎপল সরকার,জেলা মহিলা মোর্চার সম্পাদিকা দোলা মোদল,বিজেপি শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ,বিজেপির দুই মন্ডল সভাপতি তারিনী কান্ত রায়,উৎপল চন্দ্র সরকার সহ বিজেপি নেতৃত্ব।এদিন কালিয়াগঞ্জে নেতৃত্বদের ২৫০ জন তৃণমূল কংগ্রেস নেতা কর্মী বিজেপিতে যোগদান করলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে গৈরিক অভিনন্দন জানিয়ে তাদের স্বাগত জানান বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে মানুষ ভূল বুঝে তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়ে ছিল বলে বিজেপি সংগঠনের দাবি। তাঁরা আবার বিজেপিতে ফিরে আসছেন এবং আগামী বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জে তৃনমূল কংগ্রেসের ভরাডুবি হবে বলে দাবি করেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। এদিন প্রধানমন্ত্রীর সত্তর তম জন্মদিবস উপলক্ষ্যে সেবা সপ্তাহে কালিয়াগঞ্জ মালগাঁও মন্ডল কমিটির উদ্যোগে ১০০ জন প্রতিবন্ধী মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।নতুন বস্ত্র পেয়ে খুশি প্রতিবন্ধী ভাই বোনেরা।
জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহেড়ী জানিয়েছেন, লোকসভার আগে ভুল বুঝে তৃণমূলে মানুষ যোগদান করেছিল,বিরোধী দল ছেড়ে আজ বিজেপিতে ২৫০জন দলে যোগ দান করেছেন।
এবিষয়ে মন্ডল সভাপতি উৎপল চন্দ্র সরকার জানিয়েছেন, তৃণমূলের বহু কর্মী আজ বিজেপিতে যোগদান করেছে।
