

রেখা রায়,উত্তর দিনাজপুর,৭ডিসেম্বর; চরম তৎপরতা দেখিয়ে কালিয়াগঞ্জে স্কুলছাত্রী আত্মহত্যা কান্ডে অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। গোপনসুত্রে খবর পেয়ে রবিবার রাতে কুশমন্ডি থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে কালিয়াগঞ্জ থানার পুলিশ।সোমবার ধৃত রায়গঞ্জ আদালতে তোলা হয়। অপরদিকে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রবিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ শহরের ধনকৈল পঞ্চানন মোড়ে বালুরঘাট সড়ক অবরোধ করে বিজেপি।তারিনীকান্ত রায়, রানাপ্রতাপ ঘোষের মতো বিজেপি নেতৃত্ব এই অবরোধে সামিল হয়। পুলিশের তরফে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে আশ্বাস পেয়ে এই পথ অবরোধ উঠে যায়।রাতে পুলিশ ধৃতকে গ্রেপ্তার করে এবং সোমবার রায়গঞ্জ জেলা আদালতে পাঠায়।
প্রসঙ্গত রবিবার কালিয়াগঞ্জের পুরিয়া গ্রামের একাদশ শ্রেনীর এক ছাত্রী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। পিতৃতুল্য এক ব্যাক্তির হাতে শ্লীলতাহানির লজ্জায় এই আত্মহত্যার ঘটনা। এই ঘটনার জেরে রবিবার দুপুরের পর থেকে কালিয়াগঞ্জের পুরিয়া ও আশপাশের এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। মৃতার বাবা-মাকে দেওয়া আশ্বাস পূরন করে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কালিয়াগঞ্জ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ধৃতকে সোমবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ।
