

রেখা রায়,উত্তর দিনাজপুর,২৮নভেম্বর; দাসপাড়া এলাকায় এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত গৃহবধূর নাম সিমা সরকার (১৯) জানা গেছে গত চার মাস আগে দাসপাড়া এলাকার বাসিন্দা পিন্টু তরফদারের সঙ্গে সীমা সরকারের বিয়ে হয়। শনিবার সকালে ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ঐ বধুর পরিবারের লোকজনের অভিযোগ পিন্টু তরফদার তার প্রথম বিবাহ ও সন্তানের কথা গোপন রাখে।বিষয়টি প্রকাশে আসতেই সীমাকে নির্যাতন করা হত।
শনিবার সকালে চোপড়া ব্লকের দাসপাড়া এলাকায় শ্বশুর বাড়ির শোবার ঘর থেকে সীমা সরকার নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বিডিও জুনাইদ আহমেদ উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।এরপর শিলিগুড়ির বাসিন্দা মৃত গৃহবধূর বাবা …. চোপড়া থানায় লিখিত অভিযোগ করে জানান, তার জামাই পিন্টু তরফদার ও তার পরিবারের লোকেরা সীমা সরকার কে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। মাঝেমাঝেই তার মেয়েকে স্বামী ও তার বাড়ির লোকেরা মারধোর করত বলে অভিযোগ ।
