

রেখা রায়,উত্তর দিনাজপুর,২৩নভেম্বর; দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ারকে শেষ শ্রদ্ধা জানালো ইসলামপুর থানার ট্রাফিক ইউনিটের পাশাপাশি অন্যান্য পুলিশকর্মীরা। উল্লেখ্য, গত শনিবার বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জখম হনয় সিভিক ভলান্টিয়ার।এরপর ইসলামপুর মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় সনৎ মন্ডল (২৮) নামের ওই যুবককে। সেখানে তার মৃত্যু হয়। ।মৃত ওই ভলেন্টিয়ার কে ইসলামপুর আইটিইএস মোড়ে কর্তব্যরত অবস্থায় দেখা যেত ।এদিন তাকে ফুলেল শুভেচ্ছায় শেষ শ্রদ্ধা জানান ট্রাফিক ওসি শমীক চক্রবর্তী, মহম্মদ জাহাঙ্গীর সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানিয়েছেন, ওই পরিবারকে কিছু সহায়তা প্রদান করা হয়েছে পুলিশ জেলার তরফে। আমরা মানবিকভাবে ওই সিভিক ভলেন্টিয়ার এর পাশে রয়েছি এবং সরকারি নিয়ম অনুযায়ী যা যা করা যায় সমস্ত কিছুই করা হবে।
