

রেখা রায়, উত্তর দিনাজপুর,৫ জানুয়ারী; দুয়ারে সরকার” শিবিরে হাজির হয়ে উপভোক্তাদের হাতে জাতিগত শংসাপত্র তুলে দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর হাইস্কুলে বসেছিল এই “দুয়ারে সরকার” শিবির। সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে কালিয়াগঞ্জ ব্লকে চলছে তৃতীয় পর্যায়ে “দুয়ারে সরকার” সরকারি পরিসেবা প্রদান কর্মসূচী। এদিন কালিয়াগঞ্জ শহর লাগোয়া ধনকৈল লক্ষীপুর হাইস্কুলে এই সরকারি কর্মসূচীতে হাজির হয়েছিলেন বিধায়ক তপন দেবসিংহ। সঙ্গে ছিলেন জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ। হাতের কাছে সরকারি পরিসেবা পৌঁছে দেবার লক্ষ্যে নেওয়া এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিডিও প্রসুনকুমার ধারা, যুগ্ম বিডিও ডোমিত লেপচা, বিএলআরও বিদ্যুৎকুমার মাঝি, এডিএ গোপালচন্দ্র ঘোষের মতো প্রশাসনিক কর্তারা।
