

রেখা রায়,উত্তর দিনাজপুর,১৭ জানুয়ারী; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত পাড়ায় সমাধান প্রকল্পে আবেদন করে পরিশ্রুত পানীয়জলের টিউবওয়েল পেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বোঁচাডাঙ্গা গ্রামের বাসিন্দারা। “দুয়ারে সরকার” কর্মসূচীর ব্যাপক সাফল্যের পর “পাড়ায় সমাধান “নামে নতুন এই প্রকল্পের ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই টিউবওয়েল বসানোর কাজ দেখতে রবিবার দুপুরে বোঁচাডাঙ্গা গ্রামে হাজির হন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ। পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী বাপ্পা সরকারকে সঙ্গে নিয়ে এদিন দুপুরে বোঁচাডাঙ্গা গ্রামে উপস্থিত হয়ে গভীর নলকূপ স্হাপনের কাজ চাক্ষুষ করে কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিটি পরিবারের জন্য যে উন্নয়ন প্রকল্প, তার সুবিধা সঠিক ভাবে পেতে কোন সমস্যা হচ্ছে কিনা। গ্রামবাসীদের কাছে তা জানার চেষ্টা করেন বিধায়ক। “দুয়ারে সরকার” কর্মসূচীতে নয়া সংযোজন পাড়ায় সমাধান প্রকল্পে অভিযোগ করে পরিশ্রুত পানীয়জলের জন্য গভীর নলকূপ পেয়ে খুশি এলাকার বাসিন্দারা।
