

রেখা রায়,উত্তর দিনাজপুর,২৩নভেম্বর; পাকা রাস্তা নির্মান কাজের সুচনা করলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ। এদিন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বরুনা পঞ্চায়েত এলাকার বাসন্তীতলা থেকে দেলোয়ারপুর দিয়ে ঝাপরাগাছি সেতু এবং চান্দোল সেতু পর্যন্ত মোট ৩ কিমি পাকা রাস্তার কাজের সুচনা করেন কালিয়াগঞ্জের বিধায়ক। সীমান্ত এলাকা উন্নয়ন তহবিলের ২.৫ কোটি টাকা ব্যায়ে পিচ রাস্তা ও ঢালাই রাস্তা নির্মান হবে। এদিন পাকা রাস্তা নির্মান কাজের সুচনা অনুষ্ঠানে বিধায়ক ছারাও উপস্থিত ছিলেন এলাকার জেলা পরিষদ সদস্য তৃনমূলের দধিমোহন দেবশর্মা, পঞ্চায়েত সমিতির সদস্য মনীন্দ্রনাথ রায়, প্রাক্তন সভাপতি নিতাই বৈশ্য প্রমুখ। চান্দোল সেতু ও ঝাপরাগাছি সেতু হয়ে দেলোয়াপুর দিয়ে বাসন্তীতলা বরলিয়া মোড় পর্যন্ত এই তিন কিমি পাকা রাস্তা হলে বরুনা পঞ্চায়েত এলাকার বিরাট অংশের বাসিন্দাদের চলাচলের সুবিধা হবে। হাটে বিক্রির জন্য পন্য আনার সুবিধা পাবে এলাকার কৃষকরা।
