

রেখা রায়, উত্তর দিনাজপুর, ২১ফেব্রুয়ারি; পাচারের পথে উদ্ধার হওয়া উট রাজস্থানে ফেরত পাঠালো কালিয়াগঞ্জ থানার পুলিশ। একটি পশুপ্রেমী সংগঠনের সহযোগিতায় শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানা থেকে মোট ৯ টি উট রাজস্থানে পাঠানো হয়। চলতি মাসে কালিয়াগঞ্জের মালগাঁও এবং মোস্তফানগর এলাকা থেকে এই উটগুলো উদ্ধার করেছিল পুলিশ। তিনদফায় পুলিশ মোট ৯ টি উট উদ্ধার করেছিল। এদিন ট্রাকে চাঁপিয়ে পাঠানো হল রাজস্থানের উদ্দ্যেশে। পুলিশসুত্রে ও পিপলস ফর এনিমেল সংস্থা তরফে জানা গেছে রাজস্থান একটি উট পূর্ণবাসন কেন্দ্রে নিয়ে গিয়ে এদের রাখা হবে কিছুদিন। এরপর তাদের স্বাভাবিক জীবনে চলতে মরু এলাকায় ছারা হবে। মাংসের লোভেই এই উট রাজস্থান থেকে চোরাপথে আনা হয় কালিয়াগঞ্জে।উত্তর দিনাজপুর পিপল ফর এনিমেল সমেত একাধিক পশুপ্রেমী সংস্থার কড়া নজরদারির ফলে এই উট পাচারের খবর চলে আসে পুলিশের কাছে। এরপর পুলিশ তৎপরতা দেখিয়ে দুবার মালগাঁও পঞ্চায়েত এলাকা থেকে ৯টি এবং মোস্তাফানগর পঞ্চায়েত এলাকা থেকে ১টি উট উদ্ধার করেছিল।মুস্তাফানগর হয়ে গাড়িতে উট পাচারের সময় মোট ৭ জন গ্রেপ্তার হয়েছিল পুলিশের হাতে।
