

রেখা রায়, উত্তর দিনাজপুর, ২৭ সেপ্টেম্বর;নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির জেরে ভেসে গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকা৷ কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে কালিয়াগঞ্জ শহর বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। অবস্থা সামাল দিতে বৃষ্টির মাত্রা একটু কমতেই আসরে নামে কালিয়াগঞ্জ পুরসভা। পুর প্রশাসক কার্তিক পালের নেতৃত্বে জেসিবি মেশিন দিয়ে শহরে শিমুলতলা পীরপুকুর ও গুপ্তপাড়া মোড় এলাকায় রাস্তা কেটে দেওয়া হয় জমা জল বেড় করতে। চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে নিম্নচাপের প্রভাবে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে কালিয়াগঞ্জে। তার আগের সপ্তাহে লাগাদার বৃষ্টির জেরে কালিয়াগঞ্জ শহরের বহু এলাকায় জলমগ্ন হয়েছিল।ইতিমধ্যেই কালিয়াগঞ্জ পুরসভার তরফে উত্তর চিড়াইল এলাকার মোট ৩৬ টি পরিবারকে অন্যত্র সড়ানোর ব্যবস্হা করেছিল। বৃষ্টির পর রেলকলোনী এলাকার বেশ কিছু পরিবারকে লিচুঁতলা প্রাইমারি স্কুলে আশ্রয়ের ব্যবস্হা করেছে পুরসভা। বাড়িঘর জলবন্দি হওয়ার ফলে অন্যত্র আশ্রয় নেওয়া এই সকল পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করছে কালিয়াগঞ্জ পুরসভা।
