

বাবাই সূত্রধর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর,১মার্চ; আগামী বিধান সভা নির্বাচনে তৃণমূলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থীর তালিকা প্রকাশ না করতেই দেওয়ালে নতুন মুখ হিসেবে বিধানসভার প্রার্থীর নাম দিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। যা কিনা এক তৃণমূল কর্মীর ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের সাফা দীঘি এলাকার। একটি দেওয়ালে অশোক গ্রাম এলাকার বাসিন্দা তথা গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির তৃণমূলের কর্মদক্ষ মুক্তারুল সরকারের নামে এমন পোস্টার পড়ার ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে। তৃণমূলের কর্মদক্ষ মুক্তারুল সরকারের বিরুদ্ধে কয়েকদিন আগেও গঙ্গারামপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভায় টাকা বিলি করে লোক নিয়ে আসার ভিডিও ভাইরাল হয়েছিল। যে ঘটনায় সেই সময় শাসক দলের মুখ পুড়েছিল দলের অন্দরেই বলে সূত্রের খবর। এমন ঘটনা ঠিক নয় বলে জেলা তৃণমূলের চেয়ারম্যান দাবি করলেও,জেলা তৃণমূল সভাপতি অবশ্য এই ঘটনা বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন।যদিও মুক্তারুল এই ঘটনার সঙ্গে কোনো ভাবে যুক্ত নয় বলে তিনি দাবি করেছেন।
