

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, ২০ সেপ্টেম্বর;বাংলা ভাষা দিবস উপলক্ষে এবিভিপি মিছিল করলো শহর জুড়ে।রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হাইরোড থেকে শুরু করে মিছিলটি বের করে শহর ঘুরে পুনরায় হাই রোডে এসে শেষ হয়। যেখানে এবিভিপি সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবিভিপি সংগঠন সূত্রের খবর, বিগত দুই বছর আগে দাড়িভিটে বাংলা ভাষা স্বীকৃতির জন্য আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছিলেন দুই ছাত্র। রবিবার বাংলা ভাষা দিবস উপলক্ষে একটি মিছিল বের করেন,যে মিছিলটি গঙ্গারামপুর হাইরোড এলাকা থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে। যে মিছিলে পা মিলিয়ে ছিলেন এবিভিপি কর্মকর্তা সুমন ঘোষ সহ আরো অন্যান্য সক্রিয় কর্মকর্তারা।
এ বিষয়ে এবিভিপি কর্মকর্তা সুমন ঘোষ জানিয়েছেন, দাড়িভিট কান্ড ও ভাষা দিবস উপলক্ষে আমরা একটি মিছিল বের করেছিলাম যে মিছিলটি গঙ্গারামপুর শহর পরিক্রমা করে পুনরায় হাই রোডে এসে শেষ হয়।
