

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৯ সেপ্টেম্বর;
অপরাধমূলক কাজকর্ম রুখতে ও বিএসএফ এর সাথে এলাকার বাসিন্দাদের সুসম্পর্ক বাড়াতে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কুমারগঞ্জের ১৭৫ নম্বর ব্যাটেলিওনের উদ্যোগে বিএসএফ ক্যাম্পে স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বই, পেন, খাতা, খেলার সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের শীর্ষ আধিকারিকরাও। এদিনের এই সীমান্তবর্তী এলাকায় বিএসএফ আয়োজিত এই অনুষ্ঠানে গ্রামবাসীদের অংশগ্রহণ বিএসএফের সঙ্গে সুসম্পর্ক গড়তে সুবিধা হবে বলে মনে করছে বিএসএফ আধিকারিকরা।বিএসএফ আধিকারিকদের বক্তব্য, সীমান্তবর্তী গ্রামগুলির সাথে বিএসএফের সুসম্পর্কের উপর নির্ভর করে সীমা সুরক্ষা কতটা সফল হবে। এছাড়াও এই সমস্ত অনুষ্ঠানগুলির মাধ্যমে সীমান্তবর্তী এলাকার মানুষদের মনে বিশ্বাস জাগিয়ে তোলার চেষ্টা হয় বিএসএফের প্রতি। সীমান্ত সুরক্ষায় নানা রকমের তথ্য ও গোপন খবর দিতে পারে একমাত্র গ্রামবাসীরাই। ফলে সুরক্ষায় নিয়োজিত বিএসএফের সঙ্গে গ্রামবাসীদের সুসম্পর্ক একান্ত প্রয়োজন।
স্থানীয় বাসিন্দারা বলেন, বিএসএফের এই অনুষ্ঠানের ফলে এলাকার ছত্রছাত্রীদের যেমন উপকার হয় তেমনি স্কুলগুলো বিভিন্ন খেলার সরঞ্জাম পেয়ে উপকৃত হয়। এতে দুই পক্ষের সম্পর্কের গভীরতা বাড়ে।
