

নিজস্ব সংবাদদাতা, হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর, ৮মার্চ হরিরামপুর তথা দক্ষিণ দিনাজপুরের দাপুটে নেতা শুভাশিস পাল ওরফে সোনা পাল বিজেপি তে যোগ দিলেন।সোমবার বিজেপির নেতাদের হাতে থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নেন সোনা।
অর্পিতা ঘোষ দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি থাকার সময় সোনা পাল তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি ছিলেন। অর্পিতা কে সরিয়ে গৌতম দাস তৃণমূল সভাপতি হওয়ার পর দল বিরোধী কাজের জন্য সোনা পাল কে তৃণমূল দল থেকে বহিস্কার করা হয়।যার পরে বেশ কয়েক মাস তৃণমূল থেকে বহিষ্কৃত থাকার পর বিধান সভা নির্বাচনের দিন এজেলায় ধার্য্য হতেই কলকাতায় গিয়ে বিজেপিতে যোগদান করেন সোনা।
