

রেখা রায়, উত্তর দিনাজপুর,৫এপ্রিল; এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার ডালখোলা থানার চাকুলিয়া বিধান সভার বেগুয়া এলাকার সীতাদীঘি গ্রামের ঘটনা।বিজেপির অভিযোগ তাকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনা চাকুলিয়া বিধান সভার বাজারগাও -১ গ্রাম পঞ্চায়েতের বেগুয়া এলাকার সিতা দিঘীর গ্রামের। মৃত যুবকের নাম সত্যজিৎ সিং । ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ও মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। চাকুলিয়া বিধান সভার বিজেপির প্রার্থী ডক্টর সচিন প্রসাদ অভিযোগ করে বলেন যে,তৃণমূল আশ্রিত দূস্কৃতিরা সত্যজিৎ সিংহ কে প্রথমে মারধর করে তারপরে তাকে একটি গাছে ঝুলিয়ে দিয়েছে । তিনি দোষীদের শাস্তির দাবি তুলেছেন। শচীন প্রশাদ বলেন যদি দোষীদের 24 ঘণ্টার মধ্যে শাস্তি না দেয়া হয় তাহলে বিজেপি পথে নামবে। তিনি আরো অভিযোগ করে বলেছেন যে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে কি এলাকায় বিজেপি জিতছে তাই এই ধরনের ঘটনা ও সন্ত্রাস করছে এলাকায়।
অপদিকে চাকুলিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিনাজ আরফিন আজাদ বলেন বিজেপির কোন কিছু হলেই তৃণমূলের দিকে দোষারোপ করে বিজেপির। ওই ঘটনার সঙ্গে কোনভাবে বিজেপি জড়িত নাই। তিনি আরো বলেন একজন মারা গেছে ঘটনার নিন্দনীয় রয়েছে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুন এবং প্রকৃত দোষী কে ভারতীয় আইন মতন শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। প্রকৃত দোষীদের শাস্তি হওয়া দরকার রয়েছে তিনি দাবি তুলেছে।
