

রেখা রায়,কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর,২৩সেপ্টেম্বর; ১০০ দিনের কাজের দাবি, চৌকিদারি কর নিয়ে কাটচুপি,সাধারণ গ্রামের মানুষদের হয়রানি বন্ধ করা সহ ১০ দফা দাবি নিয়ে বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস। এদিন প্রবল বৃষ্টির মধ্যেই তৃণমূল কর্মী সমর্থকরা ডেপুটেশন দেন ওই গ্রাম পঞ্চায়েতে। বিজেপি পরিচালিত কালিয়াগঞ্জের অনন্তপুর পঞ্চায়েতে অঞ্চল তৃণমূলের কমিটির তরফ থেকে ডেপুটেশন দেওয়া হয়। যে ডেপুটেশনে ডেপুটেশনে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, অঞ্চল তৃনমূল আহ্বায়ক উত্তম সরকার, সুজিত বর্মন, ভুপতি দেবশর্মা, রাজকুমার রায়, গোবিন্দ রায়, যুব তৃণমূলের ব্লক সভাপতি রাজু ঘোষ সহ অনান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৃষ্টিকে উপেক্ষা করে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা। এই বিক্ষোভের মাঝে তৃণমূলের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করে অনন্তপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আদরী সরকারের হাতে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন।
