

নিজস্ব সংবাদদাতা বালুরঘাট ২১ সেপ্টেম্বর;প্রতি মাসের বিল প্রতিমাসে পাঠানো, বর্ধিত বিদ্যুৎ বিল কমানো, করোনা সংকটকালে ছয় মাসের বিদ্যুৎ বিল মুকুব সহ বেশ কয়েক দফা দাবিতে আন্দোলনে নামলো বামফ্রন্ট। পাশাপাশি বামফ্রন্টের পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়।
সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বিদ্যুৎ দপ্তরে একটি স্মারক লিপি জমা দেয় বাম সংগঠন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর অরিজিৎ চন্দ, বালুরঘাট পৌরসভার প্রাক্তন পৌরাধ্যক্ষা সুচিত্রা বিশ্বাস, বালুরঘাট পৌরসভার প্রাক্তন উপ পৌরাধ্যক্ষ অমর সরকার সহ অন্যান্য বামফ্রন্ট নেতৃত্ব। এই স্মারকলিপি প্রদানের অনুষ্ঠান থেকে বামফ্রন্ট নেতৃত্ব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন তারা।বামফ্রন্ট নেতৃত্বের দাবি তাদের দাবি পূরণ না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন। পাশাপাশি বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরী সংসদের নতুন পাস হওয়া কৃষি বিলের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দেন।
