

রেখা রায়,উত্তর দিনাজপুর,১৬ জানুয়ারী; ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের স্কুলপাড়া বিপ্লবী ক্ষুদিরাম স্মৃতি সংঘ ক্লাবের পরিচালনায় দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হল। শনিবার সন্ধ্যারাতে প্রদীপ প্রজ্বলিত করে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমদিন ছিল বহিরাগত শিল্পী সমন্বয়ে বাউলগান। বীরভূমের বিখ্যাত বাউল শিল্পী কেশব ভারতী ও তার দল সঙ্গীত পরিবেশন করে। রবিবার শেষদিন ছিল আধুনিক সঙ্গীতের আসর। শীতের আমেজ গায়ে মেখে কালিয়াগঞ্জ শহরের সংস্কৃতি মনস্ক বাসিন্দারা ক্ষুদিরাম ক্লাব আয়োজিত দুদিনের এই সাংস্কৃতিক আসর উপভোগ করে। কালিয়াগঞ্জ শহরের স্কুলপাড়ার বিপ্লবী ক্ষুদিরাম স্মৃতি সংঘ প্রতিবছর সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে ক্ষুদিরাম জন্মজয়ন্তী উপলক্ষ্যে। এবারে করোনা অতিমারির কারনে সরকারি বিধিনিষেধ লাগু থাকায় সপ্তাহব্যাপী সেই সাংস্কৃতিক উৎসব করা সম্ভব হয়নি। ক্লাবের দীর্ঘকালের ঐতিহ্য বজায় রাখতে এবারে সংক্ষিপ্ত আকারে দুদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিপ্লবী ক্ষুদিরাম স্মৃতি সংঘ ক্লাব। ক্লাব সম্পাদক অরিন্দম ভৌমিক জানান এবছর ছিল ৫২তম বর্ষ সাংস্কৃতিক উৎসব। করোনা আবহে এবারে অনাড়ম্বর ভাবে সাতদিনের বদলে দুইদিনের সাংবাদিক অনুষ্ঠান করা হল। প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি বীরেন্দ্রনাথ দাস, মৃত্যুঞ্জয় কুন্ডু, ব্লক ভূমি সংস্কার আধিকারীক বিদ্যুৎকুমার মাঝি সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
