

রেখা রায় ,উত্তর দিনাজপুর,৪জানুয়ারি; আসন্ন বিধানসভা ভোট প্রস্তুতি সামনে রেখে সোমবার উত্তর দিনাজপুর জেলা করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেস কমিটিরের সাংবাদিক সম্মেলন। এদিন করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিস সামনে কর্মীসভা ও সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোদেব সিনহা ও করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ওহাব আলি।এদিন ২০২১ এর ভোট প্রস্তুতি শুরু করলেন সভার মধ্য দিয়ে, বুথ কমিটি গঠন সহ বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার মমতা ব্যানার্জি উন্নয়ন তুলে ধরবেন, অঞ্চল কমিটি ১০ টি ও বুথ কমিটি ১৯৩ টি গঠন করেন। ব্লক কমিটি গঠন করা হয়।
