

বাবাই সূত্রধর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর,৮মার্চ; বিধান সভা নির্বাচনের আগে বিজেপি , সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তপশিলি জাতির প্রায় ৪২টি পরিবার।মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারি ব্লকের বাজেহরিপুর গ্রামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই তপশিলী জাতির পরিবার গুলির হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন হরিরামপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র।এই যোগদান তৃণমূল ওই এলাকায় শক্তিশালী হবে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্বরা।
এবিষয়ে বিপ্লব মিত্র জানিয়েছেন,ভোটের আগে এমন যোগদান দল শক্তিশালী হবে।
