

রেখা রায়, উত্তর দিনাজপুর, ৩১মার্চ; সব জল্পনা অবসান ঘটিয়ে প্রার্থী পরিবর্তন থেকে সরে এসে ভোট প্রচার শুরু করলো বিজেপি কর্মীদের সাথে নিয়ে কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন রায়।এদিন কালিয়াগঞ্জ ব্লকের ২৬ নম্বর মন্ডলের অন্তর্গত বেশ কিছু বুথ ভিত্তিক সভা করেন বিজেপি প্রার্থী সৌমেন রায়।তেমনি রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধিন রামগঞ্জে কর্মীদের সাথে বৈঠক করেন।সৌমিন বাবু বলেন প্রথম দিনে ভোট প্রচারে নেমেই কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষদের মধ্যে উৎসাহতা দেখতে পারছি।তা মূখিয়ে আছে কবে ভোটের দিন আসবে আর ভোট দিয়ে পদ্ম ফুল ফুটাবে।এবার রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জ থেকে তৃণমূলের অপশাসনকে উৎখাত করতে নরেন্দ্র মোদীর সাথে।কালিয়াগঞ্জে প্রার্থী নিয়ে কোন সমস্যা হবে না কারণ ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেখে ভোট হয় না ভোট হয় ভারতীয় জনতা পার্টির সিম্বল পদ্ম ফুল দেখে কে কোথায় দাড়ালো তা কোন সমস্যায় হবে না।তিনি ১০০% শতাংশ নিশ্চিত জয়ী হবেন কালিয়াগঞ্জ।
