

রেখা রায়,উত্তর দিনাজপুর,৫জানুয়ারি; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পাটা গোড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেস তারা ফেক কম্বল বিতরণ করেছে । মঙ্গলবার এক হাজারেরও বেশি লোককে কম্বল দেওয়া হয়। এর আগে কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করা হয়ে। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানহাইয়ালাল অগ্রওয়াল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হুসেন এবং ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কেক কেটে উদযাপন করা হয়। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানহাইয়ালাল অগ্রওয়াল বলেছেন যে মুখ্যমন্ত্রীর জন্মদিনে তৃণমূল কংগ্রেস কর্তৃক দরিদ্র অসহায় মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়েছে। এমন কাজ আগামীতেও দলের পক্ষ থেকে করা হবে। অন্যদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হুসেন বলেন কিছু বহিরাগত লোক বাংলার উন্নয়ন রুখে দিতে চায় এবং জাট প্যাট এবং হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই করাতে চায়, তবে বাংলায় এমন হবেনা এখানকার মানুষ জাগরূক আছে ও সচেতন আছেন । বহিরাগত স্বপ্ন পূরণ হবে না।
