

বাবাই সূত্রধর, বুনিয়াদপুর,দক্ষিণ দিনাজপুর,৫এপ্রিল; সময় মতো মনোনয়ন পত্র জমা দেওয়ার তাগিদাই রেলী ছেরে বাইক ও স্কুটি করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূলের দুই প্রার্থী।দক্ষিন দিনাজপুর জেলার হরিরামপুর বিধান সভার প্রার্থী বিপ্লব মিত্র ও কুশমন্ডি বিধানসভার তৃণমূলের প্রার্থী রেখা রায় সোমবার বুনিয়াদপুরের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে বুনিয়াদপুরের ফুটবল মাঠ থেকে একটি রেলী বের করেন।যে রেলিতে কয়েক হাজার তৃণমূলের কর্মীরা পা মেলান। রেলীতে সময় নষ্ট না করে বাইকে করেই মহকুমা শাসকের দপ্তরে ছুট দিলেন তৃণমূলের হরিরামপুর ও কুশমন্ডির প্রার্থী বিপ্লব ও রেখা।সেখানে পৌঁছে মনোনয়ন পত্র জমা দেওয়ার সমস্ত নিয়ম পালন করে মহকুমা শাসকের হাতে মনোনয়ন পত্র তুলে দেন ওই দুই প্রার্থী।
মহকুমা শাসকের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তৃণমূলের হরিরামপুর ও কুশমন্ডি বিধানসভার প্রার্থী বিপ্লব মিত্র ও রেখা রায় জানিয়েছেন,সমস্ত নিয়ম মেনে নমিনেশন সাবমিট করলাম।এবারের বিধানসভা নির্বাচনে আমরা বিপুল ভোট জিতবো।
