

রেখা রায়,উত্তর দিনাজপুর,২২মার্চ; বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রচার তুঙ্গে।তেমনি উত্তর দিনাজপুর জেলার সংযুক্ত মোর্চার গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোহাম্মদ নাসিম এসান সোমবার গোয়ালপোখর বিধানসভার লোধন বাজার চত্বর এলাকায় কর্মী বৈঠক করেন। কংগ্রেসের থেকে নাম ঘোষণা হওয়ার পরেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এক বৈঠক করছেন। এবং পরে দলীয় কর্মীদের সঙ্গে এলাকায় পদযাত্রা করেন। বাজার চত্বর থেকে হাই স্কুল মোড় পর্যন্ত এক র্যালি করেন। এবং সবশেষে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান বর্তমান পশ্চিমবঙ্গের সরকার সারোদা নারোদা কাণ্ডে জর্জরিত ।এবং গোয়ালপোখর এলাকায় বর্তমান যে মন্ত্রী রয়েছেন তিনি দুবার সুযোগ পেয়েছেন এলাকার উন্নয়ন করেনি। তিনি বলেন এলাকায় ভালো কলেজ নেই ভালো চিকিৎসাব্যবস্থার নেই তিনি যদি আসেন তবে এলাকার সার্বিক উন্নয়ন করবেন।
বাইট= নাসিম এসান গোয়ালপোখর কংগ্রেস প্রার্থী
