

নিজস্ব সংবাদদাতা, হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর, ১৯ ফেব্রুয়ারি; সমবায় হিমঘরে কৃষকের আলুর ফসল ঘরে তোলার আগেই বন্ড শেষ।সমবায়ের বিরুদ্ধে এমনি অভিযোগ করে পথ অবরোধ করল কৃষকেরা।শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এলাকায়।কৃষকদের এমন আন্দোলনে সামিল হয়েছিলেন এলাকারি বিধায়ক রফিকুল ইসলাম।কৃষকদের অভিযোগ ,সমবায় কর্তপক্ষ কাটমানির টাকা পেয়েছে ফলে এমন ঘটনা করেছে।পরে বিধায়ক এর তরফে বিডিও সহ বিভিন্ন দপ্তরে কথা বলার পরে সমস্যা মিটানোর আশ্বাস দেওয়া হয়।পুলিশের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।
