

রেখা রায়,উত্তর দিনাজপুর,২৬নভেম্বর; সিপিএম সহ বিভিন্ন বাম এবং কংগ্রেস সহ ডানপন্থী শ্রমিক ও কর্মচারী সংগঠনের ডাকা ভারত বনধে ব্যাপক সাড়া পড়েছে এরাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সহ সবকটি ব্লক ও শহরে। কেন্দ্রীয় সরকারের কৃষক শ্রমিক স্বার্থ বিরোধী নীতির প্রতিবাদ জানাতেই বিজেপি সরকারের বিরুদ্ধে সারা ভারত বনধের ডাক দিয়েছে বাম ও ডানপন্থী শ্রমিক ও কর্মচারী সংগঠন। বনধের প্রভাব পড়েছে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরেও। খোলেনি কোনও দোকানপাট হাট বাজার। রাস্তায় চলেনি কোনও যানবাহন। দুএকটি সরকারি বাস চালানোর চেষ্টা হলেও বাধা দেয় পিকেটার্সরা। ধর্মঘট করা শ্রমিক সংগঠনের কয়েকটি ইস্যুকে সমর্থন করলেও বনধের বিরোধিতায় মিছিল করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক বিরোধী নীতি ও দেশীয় শিল্প বেসরকারিকরনের প্রতিবাদে সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু, কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি সহ ১০ টি বাম ও ডানপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বেশকিছু কর্মচারী ফেডারেশনের ডাকা সারা ভারত ধর্মঘটে প্রভাব পড়েছে সর্বত্র। সারা দেশের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলায় ধর্মঘট সর্বাত্মক করতে পথে নামে সিপিএম ও কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি ও শ্রম আইন বাতিল, মাসিক নুন্যতম মজুরি ২১ হাজার টাকা করা, কোভিড কালে কাজ হারানো শ্রমিকদের মাসে ৬ হাজার টাকা ভাতা প্রদান, দৈনিক মজুরি ৬০০ টাকা করা, সকলের কাজের দাবি সহ একগুচ্ছ দাবি নিয়ে সারা ভারত ধর্মঘটের ডাক দেয় সিটু, আইএনটিইউসি সহ ১০ টি বাম ও ডানপন্থী শ্রমিক ও কর্মচারী সংগঠন। তাদের কয়েকটি ইস্যু ও দাবিকে সমর্থন করলেও বনধের বিরোধিতা করে রায়গঞ্জ শহরে মিছিল করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
