

বাবাই সূত্রধর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, ১৫ফেব্রুয়ারী; সীমান্তবর্তী এলাকার মানুষদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সমাজসেবা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার ভাদ্রা সীমান্তবর্তী এলাকার১৭৪নম্বর ব্যাটেলিয়ন ক্যাম্পে বিএসএফ জওয়ানদের তরফে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেখানে স্থানীয় তিনটি স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে বিভিন্ন ধরনের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সামগ্রী বিলি করা হয়।এবং এলাকার মানুষজনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করতে আসা গ্রামবাসীদের বিনা মূল্যে
ওষুধ পত্র বিলি করা হয়।যেখানে ব্যাটেলিয়নের রায়গঞ্জ বিভাগের ডি আই জি শ্রীবাসতাভা,কোম্পানির ব্যাটেলিয়ন 2আইসি ধারাম পাল স্মিক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এবিষয়ে ব্যাটেলিয়নের রায়গঞ্জ বিভাগের ডি আই জি শ্রীবাসতাভা জানিয়েছেন,সীমান্তবর্তী মানুষের সঙ্গে বিএসএফ সুসম্পর্ক গড়তে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
