

রেখা রায়,উত্তর দিনাজপুর,১২ জানুয়ারী; বীর সন্নাসী স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিন উপলক্ষ্যে কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হল বিবেক চেতনা উৎসব। মঙ্গলবার কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে স্বামীজির মূর্ত্তিতে মাল্যদানের মাধ্যমে পৌরস্হর বিবেক চেতনা উৎসবের সূচনা করেন বিধায়ক তপন দেবসিংহ। কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম ও পৌরসভার যৌথ ব্যবস্হাপনায় এই বিবেক চেতনা উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ, পুর প্রশাসক শচীন সিংহরায়, প্রশাসক মন্ডলীর সদস্য বসন্ত রায়, কমল ঘোষ, রাজীব সাহা, ঈশ্বর রজক, পুর নির্বাহী অফিসার আশুতোষ বিশ্বাস প্রমুখ। রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সনৎ মুখার্জি এবং সম্পাদক প্রানকৃষ্ণ ভৌমিক সহ সেবাশ্রমের সঙ্গে যুক্ত পরিবারের কচিকাঁচাদের নিয়ে শহরে একটি র্যালি হয় বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষ্যে।এদিন সকালে কালিয়াগঞ্জ পুরসভা অফিসে স্বামীজির ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন বিধায়ক, পুর প্রশাসক সমেত প্রশাসক মন্ডলীর সদস্যরা। পৌর বিবেকানন্দ উৎসব ভবনের সামনে স্বামীজির আবক্ষ মূর্ত্তিতে মাল্যদান করে পুর প্রশাসক মন্ডলী।
