

রেখা রায়,উত্তর দিনাজপুর,১নভেম্বর; হেমতাবাদ ও কুশমন্ডি ব্লক থেকে আসা টোটো কালিয়াগঞ্জের রাস্তায় চলতে দেওয়া হবেনা। রবিবার এই সিদ্ধান্তের কথা জানালো তৃনমূলের কালিয়াগঞ্জ টোটো চালক ইউনিয়ন। এদিন দুপুরে কালিয়াগঞ্জ শহরের সমবায় ময়দানে সাংগঠনিক আলোচনা সভার ডাক দিয়েছিল তৃনমূল টোটো চালক ইউনিয়ন। এই আলোচনা সভার পর সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানালেন তৃণমূলের কালিয়াগঞ্জ শহর টোটো চালক ইউনিয়নের সভাপতি সুব্রত মোদক। এদিন সুব্রতবাবু বলেন লকডাউনের পর টোটো চালকদের আয় কমে অর্দ্ধেক হয়েছে। এই পরিস্থিতির মাঝে নতুন সমস্যা বহিরাগত টোটো। প্রতিবেশী কুশমন্ডি ও হেমতাবাদ ব্লক থেকে যে সকল টোটো রিজার্ভ ভাড়া নিয়ে কালিয়াগঞ্জে আসছে, তাদের নিয়ে কোন আপত্তি নেই। কিন্তু যে সকল টোটো নিজেদের ব্লক ছেরে কালিয়াগঞ্জে এসে যাত্রী তুলছে, তাদের নিয়ে আপত্তি আছে ইউনিয়নের। নিয়ম ভেঙে যে সকল টোটো হেমতাবাদ ও কুশমন্ডি ব্লক থেকে কালিয়াগঞ্জ আসছে ভাড়া খাটতে, তাদের আটকাতে অভিযান চালাবে ইউনিয়ন। পাশাপাশি কালিয়াগঞ্জ শহরে উন্নয়নমূলক কাজ চলায় রাস্তাঘাট একটু সংকীর্ণ হয়ে আছে। এতে মাঝে মাঝে যানজটের সৃষ্টি হচ্ছে। এই যানজট যাতে না হয়, সে জন্য টোটো নিয়ন্ত্রণের ভাবনা চিন্তা চলছে ইউনিয়নের তরফে বলে জানান তৃনমূলের কালিয়াগঞ্জ শহর টোটো চালক ইউনিয়নের সভাপতি।
