

২০২১ বিধানসভা ভোটের আগে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিজেপির ঘর ভাঙ্গার কাজ অব্যাহত রাখলো তৃণমূল। বুধবার কালিয়াগঞ্জের বরুনা গ্রাম পঞ্চায়েতের মাঝিয়ার বুথে প্রকাশ্য দলবদল সভায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলো একদল মানুষ। পদ্মফুল ছেড়ে ঘাসফুলে নাম লেখানো এই মানুষদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন কালিয়াগঞ্জের তৃণমূল বিধায়ক তপন দেবসিংহ। কালিয়াগঞ্জে বিজেপির শক্তঘাঁটি বলে পরিচিত মাঝিয়ারে এদিনের দলবদল সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য দধিমোহন দেবশর্মা, মনীন্দ্রনাথ রায়, বাপ্পা সরকার, হেমন্তকুমার দাস, দুলাল রায় ও ব্লক তৃনমূলের সংখালঘু সেলের সভাপতি খাবির মহম্মদ। মাঝিয়ার বুথের রামপদ মন্ডলের নেতৃত্বে এদিন বেশকিছু পরিবার বিজেপি ত্যাগ করে তৃনমূলে যোগ দিল বলে জানান কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ।
