

বাবাই সূত্রধর,গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর,০৫জানুয়ারি; গোপন সুত্রে খবরের ভিত্তিতে নগদ অর্থ সহ ১০০ বোতল ফেন্সিডিল সহ দুই জনকে গ্রেফতার করলো উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার পুলিশ। পুলিশ সুত্রে জানাজায় গোপণ সুত্রের খবরের ভিত্তিতে পুলিশ করনদিঘী ব্লকের অন্তর্গত টুঙ্গিদিঘী বাসট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানেই হাতে নাতে মেলে সাফল্য। করনদিঘী থানার আইসি ও একাধিক পুলিশ ব্যাটেলিয়ান সেই এলাকার থেকে একশো বোতল ফেন্সিডিল ও ১৪ লাখ ৪৩ হাজার ৮৭০ টাকা সহ দুইব্যাক্তিকে গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা যায় অভিযুক্তদের নাম রবিউল ইসলাম বাড়ি কবর গাড়ি কামাত এলাকায় ও আরেকজনের নাম মোবারক সেখ বাড়ি কালিয়াচক এলাকায়। পুলিশ তাদের কাছ থেকে একটি গাড়ি আটক করেছে। পুলিশ জানিয়েছে যে বহুদিন যাবত এই এলাকায় ঘুরে ঘুরে তারা এই বেআইনি ব্যাবসা চালিয়ে যাচ্ছে। গতকাল তাদের পুলিশি হেপাজতে রেখে মঙ্গলবার তাদের রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। এই চক্রে আর কে কে জড়িত রয়েছে তার তদন্তে নেমেছে করনদিঘী থানার পুলিশ।
